মায়ের আঁচল ছায়ার মত    
                   মোদের আগলে নেয় ,
মায়ের আশিষে জ্ঞান আলোকে
                      জীবন বদলে দেয় ।
তোমার কালো রূপের আলো
                    পূর্ণিমার চাঁদের ন্যয় ,
সূর্যের মত দীপ্তি তোমার
                       ভুবন ভরিয়ে দেয় ।
ভক্তির সাগরে ডুবতে যাই
                        পিছনে মায়া টানে !
সংসার মায়া ভুলতে চাই  
                     তাঁর শক্তির দানে ।
মাকে দেখা যায় না পাওয়া ,
                     তাঁর কৃপা না হলে ,
চরণে তার সমগ্র ব্রম্ভান্ড
                      আছি তাঁরই বলে ।
মা শব্দ ই প্রথম স্বরে
                     ধ্বনিত হয়ে বাজে ,  
পৃথিবী সর্ব শান্তি  
                      মায়ের কোলে সে যে !
যেই আল্লা সেই গড  
                       তিনি ই ভগবান,
ধরিত্রী পালিনী ,জন্মদাত্রী
                      সকল মা সমান ।
অল্পে তুমি সন্তুষ্ট ,তোমার
                 রাখাতে পারি মা মান ,    
দূর কর ভ্রান্ত ভাব ,
                দিও মা চরণে স্থান  ।