সাত বছর ধরে একই পাড়ায় –
                গড়েছে প্রতিপত্তি ,
গণ্ডা খানেক সন্তানের অবস্থানে ও
                 ঘটেনি কোন বিপত্তি ।
এঁটো কাঁটা ভাগের খাবার পেতে
                  ভাবতে হয়নি সত্যি !
পোষ মেনে পুসিয়ে চলছি সকলকে-
            ঝামেলা হতে তারা নিবৃত্তি ।
সহসা বেপাড়ার হিংস্রর দলের সম্মুখে-
                বেঘোরে কাটবে যেন করাতী !
সুখের যাপনে অন্যের যেন সদাই,
                 ভাগ বসানোর জাগে আসক্তি ।
দখলের ভূমিকায় চেষ্টা চালায়-
                     করতে মোদের নিষ্পত্তি ,
তাই তো আজ সুযোগ বুঝে
                            করলো রক্তা রক্তি !
মানুষরা  বোঝেন স্বদ্ভাব স্বভাব টা- তাই
                   জোট বেঁধে করলেন যুক্তি –
ঠ্যেঙ্গিয়ে তাড়ানোর জাল বিছালেন
                  আর মোদের বাড়ালেন শক্তি।
আর যাইহোক এই পাড়াতে কোন
                 ঢোকে না চোর, ব্যক্তি –
কালুয়া কুকুর  যে- ওৎ পেতে পাহারায় !
                 মনিবরা ঘুমানোর পান শান্তি ।