পানাকারে মজেছে সব্বাই -অঙ্কনে বারংবার !  
হৃদয়ের অচলাবস্থা কে , প্রেম ফিরায় আবার ।
প্রেমিকের পত্র পাঠ কালের গতিতে গেছে হারায় –
মোবাইলের দৌরত্বে বিশ্বস্ততা কে ফের ফিরে পায় ।
যদি মিথ্যা বাক্যের যোগার ,সংযোগ ঘটে !
তবে ত্যাজ্য হল প্রেম , দুঃখের বিষাদ তটে ।
পানাকারে মজেছে সব্বাই - অঙ্কনে বারংবার –
হৃদয়ের অচাবস্থা কে , প্রেম ফিরায় আবার ।
ফেসবুক  , ওয়ার্ড অ্যাপে, ছবি আপলোড করে
নিত্য নতুন বন্ধত্বের , সম্পর্ক এগিয়ে গড়ে –
যদি অবুঝ হয়ে ওঠে , চিন্তার অমিল হয় !
তবে তার সাথে  দেখা করা উচিৎ আর নয় ।
পানাকারে মজেছে সব্বাই- অঙ্কনে বারংবার
হৃদয়ের অচলাবস্থা কে , প্রেম ফিরায় আবার ।
মিশ কল মিশ করে না , আঁকরে ধরে ফোন –
অপরিচিতির কাছে অধীর আবেগে তুলে ধরে মন ,
দেখা করার দুষ্ট আকর্ষণে , মান হানাতে চাইলে !
এখন না জাগলে পরে ,বুঝবে সব খোয়ালে !!
পানাকারে মোজেছে সব্বাই -অঙ্কনে বারংবার !
হৃদয়ের অচলাবস্থা কে , প্রেম ফিরায় আবার ।
চেনা থেকে অচেনায় , পত্র মিতালী খোঁজে !
ভুল ভাল ভালোলাগা , সঠিক টাই না বোঝ !
হাতটি ধরে আমন্ত্রণ , নিরালায় ফ্ল্যাটে  --
ওয়েব ক্যমেরায় পরিচয় ,প্রেম থাকে সেঁটে !!
কেবল ওঁত পেতে প্রেমিকের প্রেমের ডট কমে !
গলা ছেড়ে কেঁদে কুটেও ,কিছুতে না দমে !!
পানাকারে মজেছে সব্বাই -অঙ্কনে বারংবার
হৃদয়ের অচলাবস্থা কে ,প্রেমে ফিরায় আবার ।
শত অসৎ এর মাঝে , বিশ্বাসী খোঁজে বিশ্বাস !
কাঁটার ডালে ফুল ফোঁটাতে , কুঁড়ায় আশ্বাস ।
মনে ছবি আঁকা হয় - সেটাই পাওয়ার তোড়জোড় !
একটাই অমূল্য জীবন –তাই হারতে চায় না বড়োজোর !
শক্তি সঞ্চয় করে মাঠে , নামে পোড় খাওয়া খেলোয়াড়
কাটবে না , রাখবে ,এ খেল -জানে শুধু তলোয়ার ।
পানাকারে মজেছে সব্বাই –অঙ্কনে বারংবার !
হৃদয়ের অচলাবস্থা কে ,প্রেম ফিরায় আবার ।