লক্ষণ ছিল না ভালো !
নিষ্ঠুর ইঙ্গিত ছিল অধরা-
দুর্জয়ের নাগপাশে আবদ্ধ প্রকৃতি
সুনামি না দুর্নামই কামে, কি নামে দেবে ধরা!
মেঘদূত –বুদ্ধিদীপ্ত –ধূর্ত, আকাশ বাণী সবার থাকে অজানা!
তপ্ত রোদে ধরিত্রী বিচলিত,পাপী তাপীর দোষের দিচ্ছি বাহানা!
চূড়ার বক্ষ ভেঙে দৈর্ঘ্য চ্যুত,তুষার গলে, নাশের ভয়াবহ আকার ?
আবার কি পৃথিবী তিন সাগরে মিলিয়ে, দৈব্য বাণীতে হবে নিরাকার?