গুরু দীক্ষায় ফিরিল জ্ঞান !
      মদনমোহনের করিয়া ধ্যান   কি মধুর পাইলাম বিধান -
                     অপার্থিব ঐশ্বরিক এ দান ।
                      গুরু মাতা পিতার কৃপায়
তাঁরা থাকেন মোদের সদয়     এ জনম প্রভুর দয়ায়-
                  সার্থক হয় যেন তোমায় পাওয়ায়।
                   নারায়ণ নারায়ণী রুপী তুমি
শুভ পদার্পণে ধন্য মর্ত ভূমি    শতবার চরণে তোমার নমি
                   পুঁজিতে পারি যেন গো আমি !!!
                    আমায় শিষ্য করে লও তোমার
দিব্যজ্ঞান জাগাও আমার     অপূর্ণ না রয় পাওয়ার!
                    তুমি তো অন্তর্যামী সবার !
                    নাম সঙ্কীর্তন শ্রেষ্ঠ ধ্বনি
গুরু বাক্যর গুঞ্জন সদা শুনি    অনিত্য অযথা না গুনি !
                  নিত্য প্রভু তোমাকে কেই যেন জানি ।
                      মানুষ ত্রুটি পূর্ণ কর্মে চলেন
গুরুই হাত ধরে তুলে ধরেন    বোধগম্যে রাজাজ্ঞা করেন
                   সিদ্ধতার ইমারত বুকে গড়েন ।
                  
              # জয় গুরু#
¬           ¬¬¬¬¬¬¬¬¬¬¬¬-----------------------------
                                                                                                সোনালী দাস।