ঘন ভেজা কেশের ঢালে ,লাল টিপ টা জ্বলজ্বল করে –
              এ''তো প্রভাতের  মুহূর্ত !  
রণ ধ্বজা রূপি আঁচল ওড়ে- ঘোষণার নিয়ম  ধরে -
                 বাধ্য হই মানতে শর্ত !
চুম্বন মিশ্রিত কিলাঘাতে পিঠে-দামামা বেজে ওঠে
                রাগ টা তাঁর সুন্দর !
পড়ার প্রতি গাফিলতিতে ,খাওয়াই বন্ধের উপক্রম –
              ডাকবে বলে বান্দর ।
শ্রমের কার্জ বিফল হলে, পুরস্কারে মেলে তিরস্কার –
                কি তাঁর মনের দন্ধ !
সু আচার সু বিচার  শিখাতেই ,হচ্ছে মা যে বুড়ো !
                আমাদের চান নীরন্ধ ।
মিথ্যা বাক্য ছলা কৌশলে ,বাঁচার প’থে গে’লে !
               আছে উত্তম ভালোবাসা ছ্ন্দ !
লোকের মুখে সুনাম, আর মায়ের নির্দেশে গেলেই –
                মায়ের আদরে থাকবে বন্ধ  ।
বৃষ্টি ভেজা নৌকা গড়া- কথার খিলাপ যেই না করা  
                 সুড়সুড়ির শুরু জ্বরের !
কাঁটা ছেড়ায় ভয়ে ,ভগবান কে করেচলেছেন দায়  !
             তাঁদের লোভ নেই কোন –বরের ।
বড্ড রাগ জমেছে তাই – মা হতে নিস্তার যে নাই !
                   সুফল এই কলেই জোটে  !
মাটির কর্ষণ করেন - দিনরাত যে ফসল ফলাতে !
                   অবাধ্য-আমরা নিষ্ঠুর বটে ।