চলে গেলে ছেড়ে নিজের অভ্যেসে,
বাঁচব আমি কিসের বিশ্বাসে!
এখন প্রশ্বাসে বিষ আসে
আর নিঃশ্বাসে ভালোবাসা ভাসে।