আমি জানতে চাই না অত শত
ভালোবাসা মানে কি?
প্রেম মানে কি?
জীবন মানে কি?

ভালোবাসা মানে এটা, ওটা বা সেটা
প্রেম মানে এটা, ওটা বা সেটা
জীবন মানে এটা, ওটা বা সেটা
আমি অতো শত কিচ্ছু বুঝতে চাই না।

আমি শুধু এটা বুঝি আর জানি
আমি যেটা মন থেকে জানবো - বুঝবো - চাইবো  
সেটাই আমার ভালোবাসা বা
সেটাই আমার জীবন বা
সেটাই আমার প্রেম বা
সেটাই আমার সঙ্গী বা
সেটাই আমার লক্ষ্য বা
সেটাই আমার বন্ধু বা
                ইত্যাদি।
সবাই একটা বস্তু বা কোনো জিনিস বা মানুষের মন
চেনে, জানে, বোঝে ভিন্ন ভাবে
আর তাই তাদের ভালোবাসার মানে
বা জীবনের মানে
বা প্রেমের মানে
বা সঙ্গীর মানে
বা  লক্ষ্যের মানে
বা বন্ধুর মানে
বা অন্য কোনো কিছুর মানে

ভিন্ন হয়।