হঠাৎ করে এক পশলা বৃষ্টির আভাস ;
সাদা মেঘগুলো জমাট বাঁধতে বাঁধতে -
কালো মেঘের আড়ালে গেল চলে,
ঋতুর শেষ আজ তাই জানান দিছ্ছে।
প্রকৃতির কোলে মমতার ছোঁয়ায় যে স্নিগ্ধ বাতাস -
মনে করিয়ে দিল প্রথমবার তোমার কোলে রাখা সেই দিনটাকে।
পূর্ণিমার চাঁদ আর সেই গাছের নীচে -
অন্ধকারে শুধু দেখতে পাওয়া তোমার চোখ দুটি,
প্রথম পাওয়া তোমার পরশ -
গভীরভাবে পাওয়া আরেকবার আমাদের নিজেদের মাঝে।
আজ মেঘের গর্জন মনে করিয়ে দিল আবার -
দুলে ওঠা প্রথম প্রেমের আহ্বান,
পাগল করা উত্তেজনা আর অধীর অপেক্ষা -
কখন পাব দেখা আবার দুজনার।
কিন্তু এখন সবই শুধু কল্পনা -
মায়াজালে বাঁধতে থাকা জীবন আমার,
আর দেয় না সাড়া এই মাদকতায় -
পারে না কেউ ভাসিয়ে নিয়ে যেতে সেই উদ্দীপনায়।
ঝড়ের শেষে শান্ত যখন সব,
ফিরে যায় সবাই নিজের চেনা বাসায় -
আমিও ফিরে এসেছি আবার,
জীবনযুদ্ধে হেরে যাওয়া যোদ্ধা হয়ে কাটিয়ে দেব এবার -
সেতু গড়ার কাজ রয়ে যাবে -
শুধু মাত্র স্বপ্নে দেখা অসমাপ্ত অধ্যায় ।।