জীবন যেন তোমার বাঁধা নিয়মের স্রোত,
পাথর ভেঙে রাস্তা করেও -
খাদের চেয়েও গভীর তোমার মন ;
ফুলের বাগান সামলে আসলে হারিয়ে ফেল নিজেকে,
মিশে যাও তার গন্ধে -
স্নিগ্ধ করে তোল চারিদিক তোমারি আবরণে।
তবু ভুলে যাও প্রতিবার ছোট্ট একটি কথা -
আশায় কেন বাঁধো নিজেকে ?
মুক্ত হয়ে থাক সব প্রত্যাশা থেকে।
সব কিছু থাকবে তারই জায়গাতে -
শুধু পরিবর্তন হবে সময়ের,
ঘড়ির কাঁটা হয়তো ঘুরবে উল্টোদিকে -
হয়তো জীবন নিয়ম ভেঙে বইবে উল্টো স্রোতে।
কাল্পনিক জানি সব -
তবু ভেবেতো দেখো,
মন কি তোমার চায় না এভাবে ভাবতে ?