ছোট্ট গাছটা আজ কতো শাখা প্রশাখায় বিস্তৃত,
বড় হতে চাওয়ার তাগিদে -
অনেক পরিণত আজ সে।
তার ছায়ায় বেড়ে ওঠে কতো জীবনের মিলনের সুর,
সে যে সাক্ষী থাকে সব মুহুর্তের -
মৌন হয়ে ব্যক্ত করে তার সম্মতি।
জীবনও ঠিক বয়ে যায় একই ছন্দে,
কাউকে করে দেয় পরিতৃপ্ত -
কেউ ভেসে বেড়ায় ছন্দহীন তালে বুভূক্ষু তৃষ্ণার্ত রূপে।
তবু স্বপ্ন নিয়ে বাঁচে তারা -
বয়ে বেড়ায় জীবনের কান্ডারি,
যেখানে শেষ সীমানা থেকে যায় অজানা অজ্ঞ্যাত পরিচয়ে -
বেঁচে থাকে কোন এক আশ্রয়ে,
ভুলে যাওয়ার আগে মনে আসে শেষ গানের কথা -
জীবন, সে যে বড়ই কঠিন বোঝা ।।