কিছু কথা না হয় থাক্ লুকানো -
কিছু ব্যাথা হোক শুধু আমারই,
কিছু পাওয়া সে যে শুধু আমাদের -
অতীত সে যে আজও জীবিত বর্তমানে।


আমরা চলেছি বয়ে সময়ের সাথে,
পুরানো স্মৃতি এসেছি ফেলে বহুদূরে -
বয়ে চলেছে জীবনের কান্ডারী অন্য কারোর হাতে,
সে কি চেনা?
না, তবু মানিয়ে নিয়েছি জীবনের সাথে।


তোমার সাথে আমার সে ছিল আত্মার যোগ -
দেহের সাথে ছিন্ন হয়েও রয়ে গেছ আজও,
পারিনি যে অধিকার দিতে তোমায় -
সেই অধিকারেই নিঃশেষ হচ্ছে আমার স্বত্ত্বা।


পারবে ফিরে আসতে আরেকটি বার ?
পারবে নতুন করে সাজাতে আবার !
ইচ্ছে সে যে আজও জাগে আমার -
তোমারই হয়ে শুধু বাঁচতে চাই এবার।


ভাবছ তুমি, এ কোন্ পাগলামি আমার !
সঁপেছি মন প্রাণ শুধু যে তোমায় -
বিশ্বাস থাকলে নিও আমায় খুঁজে,
আমি আজও রয়েছি বসে শুধু তোমারই আশায় ।।