সাগর পাড়ে আছড়ে পড়া ঢেউ,
লক্ষ্যভেদে ছোঁড়া অভেদ্য বাণ -
জীবন যখন প্রশ্ন করে,
পারবে দিতে এর কোন হিসাব ?
অধরাই থেকে যায় উত্তর -
কারণ এ যে প্রকৃতির নিয়ম।
ঠিক এভাবেই আবর্তমান প্রকৃতির মায়াজালে -
জোয়ার ভাঁটার স্রোতে বয়ে চলি আমরা সবাই ;
শুধু মাঝে মাঝে ইছ্ছা জাগে -
পারি না কি একটু উল্টো স্রোতে বইতে ?
বেড়াজাল ভেঙে ছুটে যেতে চাই -
উড়তে চাই খোলা আকাশে -
ভাঙতে চাই বেড়ির বাঁধনটাকে।
না, এ যে স্বপ্নদেশের উড়ান -
যার না আছে নাম আর না আছে স্থায়ী বাসস্থান।
কি পরিচয়ে থাকব আমি সেথায় ?
তাই তো বলি মনকে আমি,
মন, করিস না আর বাঁধন ছাড়া খেয়াল -
স্বপ্ন যে শুধুই থাক্ মনের ভিতরে আমার,
সাজাতে থাকি ফুলের বাগান সেথায় ;
না বলা কথায় সে আছে যেথায় -
তবু ভাবি বসে শুধু আজও তাকে,
তার চলে যাওয়া শেষ নয় হেথায় ;
কামনায় শুধু তুমি,
নিয়ম না মানা খেলায় -
রয়ে যাবে শুধু তুমি ।।