যদি থাকতে তুমি পাশে,
বাঁধন ছাড়া জীবনের হোত কিছু মানে ;
পেতাম দিশা -
হয়তো হতো কিছু অন্যভাবে,
না হয় নাই বা হতো,
তবু যদি থাকতে তুমি।
পাওয়ার আশায় বাসিনি তোমায় ভাল -
মন বলেছিল সেদিন,
থেমে গিয়েছিল সবকিছু -
শুধু দেখেছিলাম সবকিছু হারিয়ে -
ভালবাসা এসেছিল সেদিন।
বুঝিনি আমরা -
তখন শুরু হওয়া অধ্যায়ের শেষ পাতাটি -
আজও প্রথম জীবনের প্রেমের বাঁধনে জড়ানো ;
কবে মুক্ত হবে এ বাঁধন -
ছিন্ন করে সব যণ্ত্রনা -
বারেবারে ফিরে যায় ,
না বলা ব্যাথায় ;
ভাষায় আজও তুমি কেন ?
রয়ে গেলে অন্তরে -
বিলীন হলে আত্মায় ।।