মেঘ-রোদ্দুরের খেলার মাঝে -
উঁকি মারে চাঁদ চুপটি করে,
বৃষ্টি ভেজায় খুশির নেশায় -
তুমি যে আছো এ সবেরই মাঝে।


খেলতে যাওয়া আলেয়ার বাঁকে,
আম বাগানের শেষ ডালটার ধারে,
শিমূল গাছের তলায় -
আজও কেউ যায় চলে ;
তুমি যে আছো এ সবেরই মাঝে।


খোলা বারান্দায় বাতাস যায় বয়ে -
নীরবে একটি কোণায় আজও কেউ থাকে দাঁড়িয়ে,
আমার অপেক্ষায় আজও তারই আঁখি দুটি -
চেয়ে আছে পথ পানে ;
তুমি যে আছো এ সবেরই মাঝে।


মনের আকাশে চিঠি লিখে -
ঠিকানা খোঁজে বারেবারে,
আজও বাসা বেঁধেছে পায়রাগুলি চিলেকোঠার ধারে ;
তবু কেন বাসাহীন হয়ে -
আজও কেউ দাঁড়িয়ে ?
তুমি যে আছো এ সবেরই মাঝে।


নিত্যদিনের কাজের শেষে ক্লান্ত দেহ সঙ্গী খুঁজে ফেরে ;
কোমল হাতের উষ্ণতায়,
কাঁপা ঠোঁটের মাঝে দেখতে পায় যাকে,
শুনতে চায় যার কন্ঠস্বর,
মেলে দেখা -
সবচেয়ে বড় জীবন সংগ্রামে আপোষ করা ব্যাথার সাথে ;
ফেলে রেখে যায় সে উঠে -
সময় যে তার বড়ই কম এই আবেগের মাঝে,
সবই আছে,
তাই তুমিও যে আছো এ সবেরই মাঝে -
আজও আমার সাথে ।।