ফুল যদি তোমায় ছুঁয়ে দেয় -
ভোমরা এসে নালিশ জানায় আমায় ;
ঘাসের উপর ফেলে যাওয়া তোমার স্পর্শ,
আর আমার দেহে ধূলোর রেশ -
জানান দেয় তাদের অভিযোগ।
গাছের ছায়ায় দাঁড়াতেই,
পাতাদের কোলাহল জানিয়ে দিল -
আর হবে না অপেক্ষা এখানে ;
কেন যে এরা আজ এতো ক্ষিপ্ত !
শুধু কি তোমার জন্য ?
না কি তোমার অপূর্ণ ভালবাসা,
আমাদের মিথ্যে মন দেওয়া নেওয়ার খেলায় -
মিশে ছিল শুধুই অভিযোগ ?
কেন এরা বোঝে না -
সব পাওয়া হয় না শুধু চোখের দেখায়,
জীবন যেমন কেড়ে নেয় -
পিছুটানে ফেলে রাখে স্মৃতির ভাণ্ডার ;
তবু এরা বোঝে না -
শুধুই নালিশ জানায় আমায়,
আর ফিরে পেতে চায় আমাদের -
তাদের দেওয়া জায়গায় ।।