আকাশ যখন কাঁদে -
জানে কি কেউ?
ভালবাসা তারও যে আছে ;
অভিমান আকার নেয় মেঘ হয়ে -
ঘৃণা জন্ম নেয় কালো রঙের মাঝে।
জমাট বাঁধা মনের কোণে বাড়তে থাকে -
সাদা রঙের রক্ত,
যার আকার দেখি আমরা বারিধারায় ;
তবু বোঝে না কেউ -
কতদিনের অপেক্ষায় আজ সে মুক্ত।
আমরা মেতে উঠি আমাদের নিয়ে -
হয়তো কারুর জীবনে নিয়ে আসে প্রেমের বার্তা,
বা কেউ পাড়ি দেয় মাঝ সমুদ্রে,
কেউ দেখতে চায় প্রথম পাগল করা খোলা আকাশটাকে -
যার নীচে শুধু সে দাঁড়িয়ে,
আর থাকে তার ফেলে আসা পিছুটান ;
শেষে থাকে একটাই অভিযোগ -
ভালবাসা - সে যে সবাইকে কাঁদায় !
প্রকৃতির সাথে মানুষও সাথী হয় তার -
না দেখা মাধুর্য্যের স্বাদ পায় সে,
তখনই না বলা কথায় মিশে থাকে -
ফিরে পাওয়া বেদনার বাণী ;
আশাহত প্রাণ খোঁজে তখনই -
সাথী তার আজ আছে শুধু ঐ দূর আকাশে ।।