কিছু বোঝা না বোঝার ভুলে -
ছিন্ন হল সুরের বাঁধন,
অভিমানের বোঝা বয়ে নিয়ে -
পারবে কি বাঁচতে সারা জীবন ?
প্রথম আঘাত - সে যে আজও বাজে !
এ বুকে লেখা তার নাম আবছা হয়েও রয়ে গেছে চীরস্থায়ী আসনে,
গভীর নিবিড় দৃঢ় এক সম্পর্কে।
মুক্ত আকাশে ডানা মেলে পাড়ি দিতে চায় এ মন -
গ্রহণ করতে চায় তারে,
সবার মাঝে আপন করে বাঁধা পড়তে চায় সুখের শিকলে ;
কতো যে রাত্রি কেটেছে এই ভেবে -
সুখের সময়ে নেই কি কোনও অধিকার আমাদের ?
জীবন আর কতো চায় নিতে ?
পারে না কেন দিতে শুধু তারে আমার কাছে ?