যখন সবাই গভীর ঘুমে,
আমি যাই উড়ে -
চেনা মানুষের হাত ছেড়ে পাড়ি দি অজানা দেশে,
এই তো জীবন বয়ে চলেছে নির্বাক দৃশ্যের সাক্ষী হয়ে !
সদ্য ফোঁটা কুঁড়ির মতো -
যার ছিল নিশ্চয়তার জীবন,
নিজেরই ভুলে হারিয়ে গেল অনিশ্চয়তার মাঝে ;
ধরা দিতে চেয়েও -
পড়ল না সে ধরা,
বাঁধন ভেঙে করল ছিন্ন সব।
গর্জে উঠল সবাই -
যুদ্ধ হল যে শুরু আজ সবার সাথে ।।