যে দিন তুমি দুহাত দিয়ে টেনে নিয়েছিলে কাছে,
সাড়া দিয়েছিলে আমার ছোট্ট একটি ডাকে -
বুঝেছিলাম আমিও আছি আজও তোমার মনে,
শুধু ভাঙা হয়নি মাঝে বয়ে যাওয়া অভিমানের বেড়াজালটাকে।
দীর্ঘ সময় অতিক্রান্ত করে এসেছিলাম সেদিন আমি -
ঊর্ধশ্বাসে বয়ে যাছ্ছিল রক্তের মাত্রা,
দম বন্ধ করা নিঃশ্বাস আছাড় খাছ্ছিল মোবাইলে -
তোমার ছবিটার উপর,
কতবার শুধু দেখি তোমায় সেদিনটায়।
সারাদিনের ব্যস্ততায় জড়িয়ে ছিলে তুমি -
সবার অলক্ষ্যে কতবার পালিয়ে গিয়েছিলাম সেদিন,
কেন এত ভয় ?
না বলার যণ্ত্রণায় সারা জীবন শুধু রয়ে গেলাম দূরে,
একটি বারও সাহস করে যেতে পারিনি কাছে।
সেদিন পেরেছিলাম ;
ভয়ের দরজা ভেঙে করেছিলাম আহ্বান তোমায়,
ভাবিনি কি হবে তোমার উত্তর -
বলতে পার অপ্রত্যাশিত ঝড়ে খুলে গেল বন্ধ জীবন,
ঝরে যাওয়া পাতার পরে -
আবার যেমন নতুন করে বাঁচার তাগিদ জাগে।
ওপারে তুমিও যে এই মুহূর্তেরই অপেক্ষায় -
মন বুঝল সেদিন,
দূরে থেকেও এত কাছে ছিলে তুমি ;
তোমার আশায় চোখের কোণে খুশির আভাসে ভিজল সে -
সন্ধ্যা মুহূর্ত, যা ফেলে এসেছিলাম বহু বছর আগে আমরা দুজন ।।