একটু ছোঁয়ায় যার ব্যাকুল এ মন -
হারিয়েছি পথ, ভেঙেছি সব বাঁধন ;
তবু সে দেয় না ধরা -
চায় না এ খোলা বাতাস,
শুধু দূরে থেকে করতে চায় তোমায় পাগল।
প্রথম ঋতুর বারিধারায় ভিজিয়েছি নিজেকে,
শান্ত মন বেপরোয়া আজ -
জমাট বাঁধা মেঘের রাশি,
আর একাকীত্ব -
দুটোরই রঙ মিশে হয়েছে যে কালো ;
তবু জীবন খোঁজে নতুন রঙ -
নতুন কোন আলো,
আসবে না আর এ মুহুর্ত -
পাবে না তুমি তার স্পর্শ,
ব্যর্থ প্রেমের সাথী হয়ে পাড়ি দেবে তুমিও ;
মাঝে থাকবে পড়ে পথভ্রষ্ট হওয়া কিছু সময়,
আর যণ্ত্রণার নিমণ্ত্রণ ।।