বিকেলের আকাশে পাখিদের কলরব -
ঘরে ফেরার আনন্দে বিভোর তারা সব,
নিত্যদিনের কাজের শেষে ফিরে চলে তারা -
পিছুটান আছে বলে, ভালবাসায় মোড়া।
একটু একটু করে বাড়তে থাকে ভ্রূণটি যখন -
পরশ পায় প্রথম স্নেহের,
বুঝতে শেখে সে -
এই পৃথিবীর সেই তার সব,
বাকি সবাই আসবে অনেক পরে।
মায়ের অন্ন ভাগ হয়ে যায় তারই সাথে -
উড়তে শেখে সে,
ঋণ পূরণের সময় দাঁড়ায় এসে শেষে ।।