নরম কাদায় গেথে আছে
উপড়ে ফেলা;এক জোড়া
অপাপবিদ্ধ চোখ,
নিষ্পলক;জোড়া শালিকের বন্দীত্ব
অবয়বহীন তীর্যক
সেই থেকে চোখ দুটো একসাথে,
ভেসে ওঠে পানিফল ডুবো
স্বচ্ছ টলটলে পারদ


বিষাদে মন কুঁকড়ে যখন
ঠিক এতটুকুন,
সমব্যাথি চোখ দুটো;পাশে দাঁড়ায়
চোখ বুজলেও
জোড়া চোখ ঝুঁকে থাকে


উচ্ছসিত হাসিতে ফেটে পড়লে, কেউ
হাসির ভেতর খোঁজে যেন কার হাসি,
চোখের ভেতর কারো চোখ
পাতা বাহারের আড়ালে লুকিয়ে দেখে
অন্তর,বাহির,সর্বত্র অপলক!