তুমি আসোনি বলে; বসন্ত আসেনি।
মাড়িয়ে গেছে পাতার মর্মর,
সুখের শিৎকার ধ্বনি।


তুমি আসোনি তাই; অপূরণীয় সমুদয়
দীর্ঘপ্রশ্বাস টানে হাহাকার!
অতৃপ্ত অর্কিড বাচে; সোহাগ-জল বিনে।


অবমাননায়, অবিবেচনায়, প্রতারণায়;
কত যে যুগল কাটায় অ-প্রেমে
বেহুদা বেহুলার রাত!
ভৈরবী রাগিণীতে বাজে; বেহাগ- বিষাদ।


তোমাকে পায়নি বলেই; ফাগুনে কোকিল ডাকেনি।
সুরেলা গায়নি পাখি; ভোরের বিলাবল ঠাট।


তোমাকে না পেয়ে; প্রেমার্ত গোলাপ
বজ্রনিনাদের চেয়েও সুতীব্র, ব্যাদনার্ত!
নিশব্দ সেই আর্তনাদ।
কৌতুকপূর্ণ হাসি হাসে; বাসন্তি রঙ
গেরুয়া পোশাকে,
অক্ষয়ী বোধে থাকে চির বিবর্জিতের অর্জিত
যোগীর যোগ-সাধনার বেশে।