কাওকে না কাওকে তো মেনে নিয়ে,
মানিয়ে নিয়ে চলতেই হয়!
যে যত বেশি উদার;এহেনো উদারতা দেখানোর
দায়ভার জেনো তার,
অলিখিত চুক্তির মতো
গোটা জীবন অপেক্ষারত!
কর্ত্তব্য কর্ম একের পর আরেক
চাপিয়ে দেয়া গগনচুম্বী দ্বায়িত্ববোধে  
মহান ব্রতধারী এক


আর সেই ভারবাহী গর্দভ প্রাণীটির
নিরীহ আত্মা
বেলা শেষে হয়তো জানতে পারে
তার অপেক্ষায় জীবন্মৃত কারও-
হৃদয়ের আহাজারি,
পরিণয়ের বার্তা না পৌঁছুতে পারার
দীর্ঘশ্বাসের মৃদু আভাস,
ভাবনার অবকাশ
আসেনা যা নিয়ে কখনো,
হলে কেমন হতো, কী হতো
তা বুঝবার মন কেমন থাকে
ইত্যকার জানবারও ন্যূনতম সুযোগ যার  
কখনো ঘটেনা


স্বপ্ন দেখাটা জরুরী নয় তেমন,
কারো স্বপ্ন তোমাকে ঘিরে অপেক্ষায় রয়
এমন আশ্বাসই হউক
জীবনে সুন্দর বিষয়