বৃষ্টি থেমে গেছে - - -
আশে পাশে শোনা যাচ্ছে না আর
মেঘের গুরু গুরু


আমি তোমার সেই বিস্ময়;
ভাঙ্গা ছাতার আদলে,
নিত্য নতুন হরেক ছাতার ভিড়ে
এমন অক্ষয়
যে কী-না নিকটে থেকেও দূরে,
কারণে অকারণে পূর্ণ আস্থায়;
তোমার হয়েই দিনাতিপাত করে,
শুধু তোমার জন্য একান্ত;
সর্বাধিক আকর্ষণ বোধ করে,
তন্নতন্ন করে খুঁজে ফেরে
হয়ে অনুসরক,
রোদ কিম্বা বৃষ্টি মাথায়;তোমার সেবায়
যে অহোরাত্র


শুধু তুমিই দিলে না মনোযোগ,
প্রয়োজনে হাতে নিলে ঠিকই
নিজেকে ও বাঁচালে রোদে র আঁচ;
আর বৃষ্টিতে ভিজে যাওয়া থেকে,
তবে পুরনো ভাঙ্গা ছাতা ভেবে
অবজ্ঞা আর অবহেলায়