উচ্চতা কোন বিষয় নয়!
কাওকে কারো ভালো লাগতেই তো পারে!
দেবদারুর যেমন ভালো লেগেছিলো
ঘাসফুল কিশোরীকে,
উচ্ছল নির্মেদ মেয়েটি আর তার দারুণ প্রাণবন্ত হাসি!
ও হাসি থেকে চোখ ফেরানো দায়!মনও।


অসমতাও ব্যাপার নয়!
ভালোবাসা ভালোবাসতেই মনে আসে।
বৃষ্টি এলে যেমন;আনমনা মন
অজান্তেই হেটে যায়,জানলার কাছে।
দীদাও তার থেমে থাকা হুইল চেয়ারের চাকা ঘুরিয়ে,
কখন যে জানলার কাচের ওপারের;বৃষ্টি ছুতে চেষ্টা করে!
নিজেও তা জানে না।


বৃষ্টি পড়ছে,
পাতা কুড়োনী ভুলে গেছে;টুকরীতে কুড়োন পাতা
জমিয়ে রাখতে,ঝাড়ু দিতে।
অদূরে শোনা যাচ্ছে সুইপার সুপারের হাক-ডাক!
সময় বয়ে যাচ্ছে, কাজ হচ্ছে না!
পথের উপর পড়ে থাকা পাতাগুলো ঝাট দিয়ে
সরানো হলো-না এখনো!


বৃষ্টি হাসছে,
তার হাসি দেখবার মুগ্ধতায়
ভুলে থাকতে পারছে;সব গঞ্জনা।
হাতে ঝাড়ু,পথের উপর পড়ে থাকা বাশের টুকরী


ভালোবাসতে মুগ্ধতাই জরুরী!