ঈর্ষার আগুনে সতত পোড়ে যে নিজে,
অন্যকেও পোড়াতে চায় সে তার; রোষানলে
বিদগ্ধ দেহ মনকে কী আগুন; পোড়াতে আর পারে?


বাসনা-পিদিম টিমটিমে জ্বলে রোজ,
গোপন ইচ্ছেতে থরে থরে সম্ভোগ,
অম্লজান পোড়ে দুপুর নিশুতিতে; ঊর্ধ্বশ্বাসে!
তীব্র আকাঙ্ক্ষায় দগ্ধ মৃণ্ময়ী অঙ্গার!
জীবনে দহন; এলেবেলে স্মৃতির সংসার,
কেমন নিয়তি? অপচয় নিয়ত যৌবনের যার
কামনার অনলে।


আর কত সইবে দহন?
ঈর্ষার, কামনার, না পাওয়ার; হাহাকারের,
জ্বালা নেই শুধু; ভালোবাসার সম্প্রদানে,
বিনিময় না চাওয়ার।