কখনো এমন কেন হয়?
লিখতে চায় না;কেন যে হৃদয়!
হাতে কলম,কলমে কালি;সব আছে!
নিবের জিবেও আছে ধার,
প্রগলভ নিব;যেন জিব,
আঁচড় কেন তবু বসে না আর?
লেখা আসে না কেন? লেখা কেন আসে না!?


হিজিবিজি কিছু আঁকিবুঁকি করা শেষে;যা লিখে,
তাতে যেন লেখা বসে না;মন লেগে।
তবে কী লেখার পাতায় ভর করে থাকে কিছু?
যাকে জানা যায়, বুঝা যায়
ভেতরের কালিও উদগ্রিব;তাকে নিয়ে লেখায়
লেখা যায় না!
সত্যকে সমাজ বেধে রাখলেও
স্বচ্ছ মন অকপট,
মিথ্যে বলতে জানে না!


যেন আঁকড়ে ধরে থাকে কেউ কলমের মগজ।
বাধা দিয়ে বলে- লিখে কী লাভ?
ছলকে ওঠে তবু কালির স্বভাব,
বিড়বিড় করে মন; মনে মনে বলে-
সব কিছুতে কী করা যায়; লাভ ক্ষতির হিসাব?