বু‌কের খাঁচা ভে‌ঙে; লে‌প্টে যেতে চাইছে
কারো; হৃদ‌পি‌ন্ডের হৃদপিন্ড।
মে‌হেদীরাঙা‌ হাত; কী-যে ব্যাকুল!
বকুল বৃ‌ষ্টিতে ভেজা; অঝরা সুখ


চপল পা‌য়ে এগি‌য়ে চ‌লছে চোরা স্রোত...
মু‌দেথাকা চো‌খ স্বপ্ন দেখছে কাজলের আঁকে,
আঙুলে আঙ্গুল ছোঁয় প্রথম পরশ


উষ্ণ ‌নি:শ্বাস! রাত পার ক‌রা ভোর...
পশলা বৃ‌ষ্টিরা যখন; ঢাল ‌বে‌য়ে না‌মে,
আরও ভা‌লোবাসার প্র‌তিশ্রু‌তি যখন চুম্ব‌নে থামে
কুমারী বাসর লাল অমলিন চাদরে।