খোকনের বেপরোয়া বল
দেয়াল পেরিয়ে; ভিন্ন গন্তব্যে।
গেঞ্জিতে তখনো; টম আর জেরি হাসছে,
হাসছে না খোকনের মুখ, টল-টলে চোখ
অসহায় বাগানের পাখি।
এলোমেলো পড়ে আছে খেলনা, দুলছে দোলনা
ঘুরছে খোকনের মাথা, হাতে ধরে থাকা -
                   হলুদ ক্রেয়ন, মোমের রঙ
দেয়ালের ওপারে যেতে, অপারগ খোকন।


বেপরোয়া তরুণের মন!
সীমানা টপকে পৌঁছে গেছে ততক্ষনে; তরুণীর মনে।
দু'জনার মাঝে থেমে আছে সময়, কিছু মুহূর্ত
পাহাড় বেয়ে  ঘাম ঝরানো পুলক।
শান্ত চুপচাপ, উপত্যকা ঘেষা উষ্ণতা
রোদেলা দুপুরে নামছে নিকষ সন্ধ্যা।
মূঢ় প্রকৃতি!
ডাকছে না ঝিঁ ঝিঁ, সাড়া নেই!
সীমানা এখন ----মৌন খেলা