প্রতিদিনের দীর্ঘশ্বাসগুলো আটকে রাখতে গিয়েও
যতখানি তাক পিছলে নেমে আসে,
আটকে আটকে; থেকে থেকে;
কেঁপে কেঁপে বেরিয়ে আসে, তা'রা-
অজান্তেই ধোঁয়ার কূন্ডলী তৈরী করে


এদের যারা কুন্ডলী বানাতে পারেনা
তারা ছোট ছোট বিন্দু ধোয়াশা মার্বেল বানায়,
সেই মার্বেলগুলি একটির পিছে অন্যটি লেগে লেগে টুকাটুকি খেলে,
এভাবে কয়েক সহস্র রাতের দীর্ঘশ্বাস মিলে
একে অন্যকে জড়িয়ে প্যাঁচিয়ে বানায় অনন্ত লতা...


তারপর মালাটি আর দুঃখে থাকে না।