হারাবার আগে ভাবতে নেই; কিছু হারিয়েছি,
‘হারিয়ে যাই যদি? হারালে কি হবে?’
এসব ভেবে ভেবে; হারাতে নেই সময়,
থাকতে নেই; নিজেকে হারানোর কোনো ভয়!
হেরে যেতে গিয়ে হারাতে নেই,
ইচ্ছের মৃত্যুকে ডাকতে নেই,
মন খারাপ করে থাকতে নেই,
হার হবে ভেবে মুষড়ে কখনো পড়তে নেই,
নেই নেই শূন্যতায় ভাসতে নেই!
মন হারাতে নেই
সুখ হারাতে নেই
ইচ্ছেকে হারাতে নেই
বিষাদ টানতে নেই
হারানোর আগে না হারানোর সুখ
মন ছাড়া কক্ষনো করতে নেই!