একদিন তোমরাও জেনে যাবে সব সত্য,
বলছি না, যা বলিনি আগেও অকথ্য!


ইতিহাস রচনা হয়; সত্যকে ঢাকতে,
মানুষ পারে কী; শাক দিয়ে মাছ ঢাকতে?


আসল ঘটনাটি যার জানা; সে জানে আর হাসে
চতুর আর অতি চালাকের; এহেন কারসাজিতে।


কী করে পারে এমন ডাহা মিথ্যার অপপ্রচার চালাতে?


একদিন না একদিন সত্য প্রকাশ পাবে!
তখন কোথায় তারা মুখ লুকাতে যাবে?