বুনোফুলের ঝাঁকে ঝাঁক
মর্ত এক কোনে,
নীল প্রজাপতি টি ই
সবচেয়ে মন টানে


প্রবাল-প্রপাত হাসি!
হরিণীর ইতিউতি,
চপলতা বাড়তি
আনন্দ যো জনে.


সকাল বিকাল সন্ধ্যা শেষে
মধ্য রাতে দুপুর আসে,
সেই হাসিমুখ ছুটে আর তবু আসে না!
সেগুনকাঠের দরোজা খুলে সে দাঁড়ায় না
রঙিন ফ্রকে উদ্দাম নেচে নেচে,
ফুলেরা তার চারপাশ ঘিরে খেলে না


চোখের পাতায় নামে অবসাদ!
বিষাদে আলীন চার দেয়াল,
ঝুঁকে আছে ছাদ;জ্বর কাতর
            রক্তাভ মুখের উপর


পরজীবী,তুমি এবার ওর
ডানার পালক ছাড়!
নিঃশ্বাস বায়ুর হাত ধরো ওই
উত্তপ্ত নতুন অভিযাত্রীর,
তবুও ওর ননী-কোমল মাংস খুবলাতে
                           কামড় বসিয়ো না!