সেই মানুষটিকেই মন ধরে রেখেছে
মানবিক বোধে অনন্য যে, সহজিয়া যে তার সারল্যে
অন্যের দুখে দুখী হবার যার সুন্দর অন্ত:করণ,
অস্পর্শে অনুভব করতে যে জানে অন্যকে।


ভালোবাসবার আকুলতা
চোখের জলে লেখা কবিতা
ভুলতে দেয়নি আজো তা'কে।
নিজের মূল্য সে না বুঝে,
অযথাই বদলে গেছে, অন্য কারো মতো হতে।


তারপর অন্য অনেকের ভীড়ে; নিজেকে হারিয়ে
মোড়কে মুড়িয়ে; লুকিয়ে রেখে গেছে সে
নিজের নিজস্বতাকে


আমি সেই মানুষটির অন্তরে প্রবেশ করবার পর
বের হয়ে আসতে পারিনি আর - - -
ছিটকে পড়ে গেছি সবার সব কিছু থেকে; কোথায় যে!
একটু যদি খুঁজতে!