ভালোবাসি বলেই
ভালোবাসি তোমার ভালোবাসা,
তোমার প্রিয় অহমিকা,
যা কী-না আমার আমিকে তোমার কাছে
করেছে হেয়।


খুব চাই;হেরে যাই,
নীরবে মরে যাই; কাওকে না জানিয়ে
তবু তুমি বেচে থাকো,সুখে থাকো
আমাকে হারিয়ে দিয়ে,
প্রার্থনীয় তাই;তোমার কল্যাণ চাওয়া ই
অধিক শ্রেয়!


বেশি ভালোবাসি তাই
অনন্ত বিজয়ী দেখে যেতে চাই!
তোমার অহমিকা, তোমার তুমি
যে তুমি; আমার চেয়েও তোমার কাছে
বেশি প্রিয়।


বারংবার তাই সরে যাই,
যেন দম্ভ ভরে বলতে পারো সবাইকে-
আমাকে চাও নি কখনো, আমারই চাওয়া ছিলে তুমি
যে কী-না এত বিশেষ! এত নামি! এত দামি!
যাকে পেতে পারেনি;সারল্য ভরা আবেগ,
আলুথালু,সাদামাঠা
আমার অতি সাধারণ রমণীয়।