স্রোতের ঢেউয়ে বলে যায় যে গোপন কথা,
কতটুকুই বা তা'র জানতে পারে নদী-তীর?
কতটাই বা বুঝে মিলন সাগর?
যে ঢেউ গুলো আছড়ে পড়ে তটে,
যতটুকু জল শুষে নিতে পারে অনায়াসে,
জানা যায় শুধু ততটুকুই।
স্পর্শে না ছোয়া, সাগরে ছুটে না যাওয়া
ঢেউগুলো কী তবে বৃথা?


কান পেতে কখনো কেউ কী শুনেছে
তা'র হাস্য ধ্বনি? কলকল স্বর?
মধ্যনদীর সুগভীর জলে; কখনো কী; দিয়েছে কেউ ডুব?
ঢেউয়ের বুকে লাগিয়েছে কী; কেউ কারো নিজ বুক?


কোন কোন নদীর অতলেই থাকে
প্রকৃত জলের ছন্দ।
আপন বলয়ে রহস্যকে রেখে স্থির,
প্রতিক্ষার মাধুরীতে অটুট রাখে তার লাস্য।


জলের ঘূর্ণী ভেদ করে যদি ডুব সাতারে
দক্ষ সাতারু দক্ষতার সাথে সাতরে যেতে পারে
তা'র একান্ত অপেক্ষা বুঝতে পেরে;
ভেংগে লুটিয়ে পড়ে!
তবেই বুঝে যেত, জেনে যেত সবে,
চাওয়ার মত প্রার্থী হয়ে; চাইলেই যা কী-না পাওয়া যেত!
তাকে তো চাইতে হ'তো!
শক্ত লোহা যেমন; গলে যায় প্রচন্ড উত্তাপে।
অতল জলে হারিয়ে গিয়ে, মিলিয়ে গিয়েই পেতে হয় সুখ।
বুঝেও যে এগিয়ে আসেনি, ভেংগে পড়েনি
তার কাছে আজো; নদীর স্রোতের সব টুকুই, অজানা রহস্য।


শিক্ষানবিসি জ্ঞানের স্বল্পতা নিয়ে,
একের পর এক কুমারী নদীতে; হাপুসহুপুস ডুব দিয়ে
অদক্ষ যে সাতারু, চ্যানেল বিজয়ী হ'বার
অবগাহনের ভান করে,
সাতারে স্বর্ণপদক লাভের আশা সে করে কিভাবে?