কাজলদানি খালি।
বিভূতি আঁকেনি তৈলচিত্র।
ডাগর নয়না তাকাবে কী-না;
কার দিকে তাকাবে, কেও জানেনা!
তন্ময় তুমি, জাগছে মনভূমি।


কাজলটানা চোখ আড় নয়নে তাকালে; যতটা না সুন্দর লাগে
তার চেয়েও বেশি সুন্দর; আনত চোখ; -না তাকালে।


রাতের আকাশ দিগন্ত ছুঁয়ে ঘুমিয়ে
চোখের নীচে আবছা পর্দা নামানো,
ওঠি ওঠি সূর্য; -আনত পাতাকে কাঁপিয়ে
কনেদেখা ভোর লাজুক চোখের আলোয়,


তুমি একবার চোখ তোলে তাকালে!