নকল সূর্য সহজে ঢেকে যায়-
মেঘে, উড়াল ধূলায়।
আলগা চমকে দেখায়; আলোর মত!
আধার কাটে না, চকমকি পশরায়।


ধুলোর আবরণে সূর্যকে ধূসর রংগে চেনে
কতক; বেপরোয়া আনাড়ি,
ধুলো ওড়লেই ওরাও ওড়ে,
মেকি সূর্যাভিমুখি।


এ দিকে, প্রকৃত সূর্যের দেখা না পেয়ে
ধ্যান ভাংগে না- অনীলার।
সূর্যমুখী তাই অবনতমস্তকে কাটায়;দ্বিপ্রহর।
চোখ তোলে যে হতে পারে
আলোর অভিসারী,
এমন সূর্য কোথায়?