প্রকাশে ভিন্নতা থাকলেও
অপরিচিত মনে হলেও
নতুন মোড়কে মুড়ে;
বাক্সে র পর বাক্সে র গহীনে থেকেও
আড়াল হওয়া যায় না!


মুখোশের অন্তরালে চলে যাওয়া কাউকে
আমূল মনে রাখে কেউ কেউ,
বদলে যেতে পারে না তাই সহজে চাইলেও


খোলসা বৃত শামুক বেঁচে থাকে
কারও পরম যত্নে নিভৃতে,
গুটিসুটি কারো কাছে থেকে যায়
পরম পোতাশ্রয়


পরিবর্তনের সূচক নেড়ে চেড়ে
দৃশ্যমান দৃশ্য থেকে উধাও হয়েও
নিজেকে পুরোপুরি অদৃশ্য
করা যায় না !
ভেঙে ফেলতে পারে না
গোটা প্রতিকৃতি


বিন্দু বিন্দু ধূলিরাশি স্মৃতি
গড়ে মনের ছবি
অভিন্ন অস্তিত্ব ধরে রেখে