রিনা, তুমি জর্জেট শাড়ি কেন পড়োনা?
এ শাড়ি যেমন ফিনফিনে, তেমনই নরম!
গায়ের সাথে লেপ্টে; আদর দিতে ভালবাসে।
তুমি তো মাখনের চেয়ে পনির ভালবাসনা!
মাখনই ভালবাস।
পনির চিবুতে শক্ত স্পঞ্জের মত,
যেন উড়ে এসে; দাঁতে দাঁত পিষে।
জর্জেট শাড়িও তেমন; মাখনের মত মোলায়েম।


জর্জেট শাড়ি পড়ে থাকলে; তোমার সেই ইচ্ছেটা পূরণ হ'তে পারতো,
সিল্কে যা-কী-না মোটেই হচ্ছেনা!
সেদিন বলছিলে, তোমার না-কী কি টান-টান খুব?  
শীর্ষমুকুল লবঙ্গবৎ;
টনটনে ব্যথার মত কঁকিয়ে?
কেবল জর্জেটই সে ভাষা তুলতে জানে ফুটিয়ে,
সিল্ক জানেনা।


ময়ূরীনীল জর্জেটের সেই শাড়িটা পড়লে;
তাকে আজ দেখাতে পারতে-
সেই ঢেউয়ের মাতন,
আঁচলের দোলে; মেঘনার জল ফুলে ফেঁপে কেমন
হয়ে যায়; একেকটি নরম পাহাড়!
উদ্ধত মুকুল থেকে এলানো নীলমেঘ;
কিভাবে ঝুঁকে যায় তার নীলাচল ছুঁয়ে; জমীনের বুকে।