ভালোবাসা ছাড়া কিছুই টেকে না!
পদমর্যাদা; পদবী; সনদের উপকারিতা না,
সম্পর্ক না, ক্ষমতাও কোন কাজে আসে না।


কেবল ভালোবাসাই থাকে প্রাপ্তির প্রান্তিকে।
ভালোবাসাতেই মানুষ বাঁচে।
মরণতক, ভালোবাসাই সব!
ভালোবাসা থাকে মরণের পরেও
ভাবনায়, প্রার্থণায়, শ্রদ্ধায়, স্মৃতিতে জাগরূক


তুমি ব্যথিত, পিড়িত, তুমি অসহায়, নিঃসম্বল?
ভালোবাসাই তখন এগিয়ে আসে কেবল।
সেবিকার হাত হয়ে; মায়ার আঁচল
আশ্রয়ের বৃক্ষ সুশীতল।


জীবনযুদ্ধে কষ্টে গলা দিয়ে যখন ভাত নামে না,
ভালোবাসা তখন মুখে তুলে দেয়; আদর মাখা
ভাতের কয়েক নলা।
ভালোবাসাই ভালোবাসে শুধু,
জীবন যখন যৌবনোত্তীর্ণ।