যদি ভুল মনে হয়,
তবে তা প্রেম নয়
মন ই চিনিয়ে দেয়, কে কার প্রেমী
যেমন সর্বপ্রেমী ঈশ্বর কখনো ভুল করেন না!
তিঁনি প্রেমেই থাকেন, প্রেম রচেন
ভুল যিনি করেন;তিনি মানুষ নন
মানুষের মাঝেও সদা জাগরুক;ঈশ্বর,
মনুষত্বে থেকে;মানুষ তাই ভুল করতে পারে না!


নিজের ভিতরে ঈশ্বরের অবস্থান ভুলে গিয়ে
যে ভুল করে,
কর্তব্য পালনকে পুণ্য জেনেও
যে সত্য এড়িয়ে চলে,
চোখ বুজে কাক এর সাবান চুরির মতো
যে অহংকার করে
সে পাপী,অসৎ
বিভ্রান্ত,অকৃতজ্ঞ!


প্রেম স্বর্গীয় বলেই
স্বয়ং তিঁনি থাকেন;হৃদ পাহারায়,
ভুল করা বেদিশা বিপথগামীকে যখন দেখান দিশা
ফিরে আসে সেই অমানুষ;ভুল পথ ছেড়ে সুপথে
প্রতিটি মানুষের প্রেমকে তিঁনিই রাখেন জিইয়ে
প্রিয় মানুষটিকে প্রিয়তর করে;পুষে রাখেন
একান্ত একান্তে,অন্তরের গভীরে


জীবনের সব ভুল শেষে;মানুষ তাই দেখে
প্রেম অক্ষত,অবিকৃত.
কামজ আকাঙ্খা হয় তাই স্বার্থগত
দগ্ধ দহনে করে যেতে থাকে তাকে;ক্ষত বিক্ষত!


প্রেমের সাথে কাম এর যেমন সাযুজ্য নেই
নেই তেমন প্রেম বদলে যাওয়ারও কোনো
কারণ ও সুযোগ.


প্রতিদিনের আহার্য ও প্রেমের মাঝে
যোগ সাজস যেমন থাকেনা,
দেহ-বর্জ্য নিষ্কাশনের সাথেও
নেই এর যোগাযোগ,
প্রেমের অর্জণ থাকলেও বর্জণ ঘটে না


স্বর্গে যা মানায়;সে প্রেমের সফলতা
মর্ত্যে আশা করা ভুল,
কামদাস দাসী;পৃথিবীতে পায় কেবল
প্রেমের নামে জৈবিক স্থূল