পোষাকী প্রেম বারংবার খুলে দিচ্ছে তার
বুকের বোতাম,
অপলক চোখে তাকিয়ে থাকাকে
ভাবছো মুগ্ধতা?
কাছে না ভীড়ে তাই; নৌকার দু’পাশ
শক্ত করে ধরে থাকা।
উজান জলের ঢেউয়ের উতাল
সামলে রাখা।


যেন কেউ দোষ না দিতে পারে; প্রলোভনের
আশকারার বা উস্কানির
বানোয়াট প্রেম আর তার কিচ্ছা-কাহিনীর।
প্রলেপ মোড়কে সাজানো উপাখ্যান একদিন;
মিথ্যে হবে জানি,
অপচয়ের ঘোলাজলে যেন কেউ
না খেলে যেতে পারে জল-কেলী,
সাবধানে চলি।