জীবন কতদূর কী দিলো,কী দিলো না
যমদূত তা তো শুনবে না!
মৃত্যু এলে যেতে হয়
যাবেই!


কে ভালোবাসলো,কী বাসলোনা
এটাও তেমন ব্যাপার না!
যৌবন ফুরোলে সে-ও যাবে,
অবধারিত!


যে আসে,সে যেমন চলে যেতে আসে
যে যায়,সেও সাময়িক থেকে;চলে যায়
আসার চেয়ে যাওয়াটাই পরম সত্য


মৃত্যুর ধ্রুবে যেমন
হেসে খেলে জীবন নাচে,
কী পেলো, কী পেলো না
কী হলে, কী হলে না
সেও তেমন বিষয় নয়,
পৃথিবীতে যা থেকে যায়,তা কর্মের সততা


সব শেষে, হিসেবে বেহিসেবে
যে যা'কে ভালোবেসে;যা কিছু দিলো
তাই দেয়া,
কাছে এলো, কী এলো না
কি দিলো বা দিলো না
সেটা বড় না!


মন থেকে যা কেউ দিতে চাইলো
না পেলেও তা পাওয়া হয়ে গেলো,
স্বাক্ষী থেকে যায় তাতে তার মন,অন্তঃকরণ
আর অন্তর্যামী কর্তৃক সে সত্যের
সাদরে গ্রহন