ভাবনারা ঝুল বারান্দায় নেমে
বিষাদী মেঘ জড়ো করে যখন ডুকরে কাঁদতে চায়,
কাঁদতে দাও না তুমি।
খুব কাছাকাছি এসে দেয়ালে পিঠ ঠেসে দাঁড়িয়ে
চোখের আনত পাতায় চেয়ে থেকে স্থীর;
পলকহীন মায়ায় বুঝিয়ে দাও ঠিক-
দূর থেকে ভালোবাসার মানে।


আমি আর কাঁদতে পারি না অঝরে!
মেঘলা মেঘলা মন নিয়ে সারাদিন
তোমাকে না পাওয়ার কষ্ট মুচড়ে দিয়ে যায়,
চার পাশের দেয়াল ঘেমে উঠে-
সেই দীর্ঘনিঃশ্বাসের বাষ্পে,
ছাদ চুয়ে ঝরে পরে; কুয়াশা কান্নার জল
তবুও আমি আর কাঁদতে পারি না!