নাম জানা নেই।
“অচেনা মানুষ” যার পরিচয়।
তবুও কেমন অবাক যাদুর পেন্সিল সে
অবয়ব ছুঁয়ে এঁকে যায়-
অদৃশ্য এক ছবি।


এমন শিহর লাগেনিতো আগে!
বারংবার হেরে যাই সেই স্পর্শের কাছে।


পৌরষিক ঝংকারে তার হয়ে উঠি- নীল নটি
নেচে নেচে ক্লান্ত রক্তাক্ত পা’য় জড়াই নুপুর
প্রজাপতির ডানা এঁকে দেহের কোমল ভাঁজে
মুঠো ভরা সুখ ঢেলে ওড়ায় আমাকে
নিটোল কায়া অপার্থিব কোন ক্যানভাসে।