কোথায় যাবে তুমি?
এই তো আমি,
একান্ত রমণী তোমার


এদিকে এগুতে কেন এত দ্বিধা?
ঠিক এখানেই,
তোমার সকল জয় পরাজিত হয়,
সাহসী সত্ত্বাটা বনে যায় - ভীরু, কাপুরুষ!


ফিরে চাও একবার...
দেখ কেমন কাঁদিয়েছ,
বাজিয়েছ কেমন সুর বেদনার!


জল ভেজা চোখে এখনও দাঁড়িয়ে
অনন্ত প্রতীক্ষায় তোমার
কবে এসে নির্মিলিত চোখ ছুঁয়ে
মুছে দেবে,
জাগিয়ে দেবে এই শ্বাশত নারীকে।