আকাশ গন্তব্য ভেবে ডানা মেলে
সাধ ছিল ওড়বার নীল পাখিটার
সে আকাশ অন্ধ ছিলো, বোবা ছিলো
ছিলো ভাবলেশহীন।


মেঘের দেয়ালে লিখে দিলো লিখন ঈশ্বরকে-
    “ বর্ষার ঢলে সিক্ত করো আমাকে!”
মেঘগুলো জমে-জমে কালো মেঘ হলো
কালো মেঘগুলো কানে-কানে
কি সব বল্ল যেন অন্য সব মেঘেদের


সরে গেলো দলছুট ক্ষিপ্ত উড়ো মেঘ
আকাশ ফেরালো মুখ অন্যদিকে।
আহত পাখিটা তাই উড়বার ছলে
মেখে দিলো পালকের নীল-
        আকাশ নীলে।